ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টিকাকে বৈশ্বিক সম্পদ বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ৪ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৫৬, ৪ অক্টোবর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক বিদেশ ভ্রমণ বিষয়ে সংবাদ সম্মেলন শুরু করেছেন। এতে তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণ প্রসঙ্গে বলেছেন, ‘টিকা বৈষম্য দূরীকরণে আমি কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।’

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে তিনি এ সম্মেলনে অংশ নেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, এছাড়া আমি কোভিড-১৯ মহামারির কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ক্ষতি কমানো, ধনী ও শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃস্বরণ হ্রাস, ক্ষতিপূরণ প্রদান, টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তির অবাধ হস্তান্তরের অনুরোধ করি।

এর আগে নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেন তিনি।

১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

সফর শেষে ১ অক্টোবর (শুক্রবার) দেশে ফেরেন প্রধানমন্ত্রী। রাত ১১টা ১৩ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি