ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফুমিও কিশিদাকে অভিনন্দন শেখ হাসিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৫ অক্টোবর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সহযোগিতার উপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান এবং বাংলাদেশ উভয়ই সৌহার্দপূর্ণ সম্পর্ক উপভোগ করেছে।

তিনি ১৯৭৩ সালের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন। যা ‘জাপান ও বাংলাদেশের মধ্যে অটুট ও স্থায়ী বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিল।’

প্রধানমন্ত্রী বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ বৃদ্ধির জন্যও আনন্দ প্রকাশ করেন এবং পারস্পরিক লাভজনক হবে এমন ব্যাপক কর্মকান্ডের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কোভিড -১৯ মহামারীর সময় জাপানের সহায়তা ও সহযোগিতার গভীর প্রশংসা প্রকাশ করছি।’

তিনি এই বিবৃতিতে মিয়ানমারের রাখাইনে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের পৈতৃক বাড়িতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য জাপানের সহায়তা চেয়েছেন।

তিনি কিশিদার শেষ বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং তার সুবিধার্থে বাংলাদেশ এবং জাপানের মধ্যে অনেকগুলি যৌথ প্রকল্প পরিদর্শনের জন্য তাকে আবার দেশে আমন্ত্রণ জানান।
সূত্র : বাসস
আরএমএ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি