ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৪ অক্টোবর ২০২১

কুমিল্লায় কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এ প্রতিবাদ জানায়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘‘সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্যমণ্ডিত কুমিল্লায় সংগঠিত নিন্দনীয় ঘটনায় জড়িত ষড়যন্ত্রকারীসহ দুর্গা মণ্ডপে হামলাকারীদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানাচ্ছি।’’

উল্লেখ্য বুধবার সকালে কুমিল্লায় নানুয়া দিঘীর পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে বেশ কিছু মন্দিরসহ শহরের সালাউদ্দীন রোড কালীগাছতলা ও কাপুড়িয়া পট্টির মণ্ডপে হামলা চালানো হয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতিতে শহরে বিজিবি মোতায়েন করা হয়।

এর জেরে গাজীপুর, কক্সবাজার, চট্টগ্রাম ও মৌলভীবাজারে বেশ কিছু মন্দির ও পূজা মণ্ডপেও হামলা ও ভাঙচুর হয়। চাঁদপুরে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণহানিও ঘটে। পরে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার সময় নিরাপত্তা রক্ষায় মোট ২২টি জেলায় সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির সদস্যদের মাঠে নামানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি