ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে রাজধানীবাসী ছুটছে বিনোদন কেন্দ্রগুলোতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৭:০১, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ আনন্দে ভাসছে সারাদেশ। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। স্বপরিবারে বহু মানুষ ছুটেছেন জাতীয় চিড়িয়াখানায়। শিশুদের সাথে মা-বাবাও যেন ফিরে গেছেন শৈশবে। 

দীর্ঘ এই অপেক্ষা জাতীয় চিড়িয়াখানার গেটে। দর্শনার্থীদের চাপ সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।

ভিড় ঠেলে চিড়িয়াখানায় ঢুকতে পেরে যেন আনন্দের সীমা নেই। সন্তানদের বিভিন্ন পশু পাখি চেনাচ্ছেন বাবা-মা। শিশুদের সাথে বাবা-মাও যেন ফিরে যান শৈশবে।

শিশুরাও মনের আনন্দে পশু পাখি দেখছে। কখনও খেলায় ব্যস্ত হয়ে পড়ছে।

তবে অনেক খাঁচা শূণ্য থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকে।

সব কিছু ছাপিয়ে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পেরে খুঁশি সবাই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি