রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি
প্রকাশিত : ২০:১৫, ১৬ অক্টোবর ২০২১
গেল ক’দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিলেন ঢাকাবাসী। দিনের সঙ্গে পাল্লা দিয়ে গরম ছিল রাতেও। নগরবাসীর এই অস্বস্তি দূর করতেই যেন এক পশলা বৃষ্টির আগমণ।
শনিবার সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে আবহাওয়া ঠাণ্ডা হয়ে এসেছে অনেকটাই।
আগামী দুই একদিনের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিক হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মৌসুমি বায়ু যখন বিদায় নিচ্ছে, ঠিক সে সময়েই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই কারণে হঠাৎ করেই গেল ক’দিন গরম বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
১৮ অক্টোবরের পরে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এসবি/
আরও পড়ুন