ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:২৭, ২২ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে৷

শুক্রবার বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে শুরু হয় গ ইউনিটের দেড় ঘণ্টার এই পরীক্ষা।  

এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷

গ ইউনিটে এবারে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷ সেখানে মূল পরীক্ষায় ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷

মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা৷

ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ সেখানে পরীক্ষার্থী ১৭ হাজার ১৩৭ জন৷

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৫৫৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কেন্দ্রে ৯৯৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪২৬ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এক হাজার ৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দেন৷

এর আগে ১, ২ ও ৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক, খ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ 

আর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন৷ সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন৷

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি