ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা বিদেশিদের কাজ নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৭ অক্টোবর ২০২১

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের ভূমিকা নয়।

তিনি বলেন, ‘নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়।’

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’-এ এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এই মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পরিচালিত হওয়া উচিত এবং এটি বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, কারণ এটি এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
ডিকসন বলেন, দেশের সংবিধানে বর্ণিত মূল্যবোধের আলোকে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রচুর দক্ষতা ও মেধা রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তৃতা করেন।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি