ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয় নতুন সচিব, তিনজন সচিবের দপ্তর বদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:২৫, ২৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সরকার ছয়টি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পাশাপাশি তিন সচিবের দপ্তর বদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব। বর্তমান সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

নতুন সচিব কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান পেয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের দায়িত্ব। এই বিভাগের বর্তমান সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসান পদোন্নতি পেয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শাহনাজ আরেফিনকে করা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অমিতাভ সরকারকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের (সচিব পদমর্যাদা) চেয়ারম্যান করা হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশারফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি