ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেড়েছে সবজি, ভোজ্য তেল এবং মসুর ডালের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৩:১৯, ২৯ অক্টোবর ২০২১

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, মসুর ডাল এবং সবজির দর। কিছুটা কমেছে মুরগি, পেয়াঁজ ও কাঁচা মরিচের  দাম। তবে তাতে খুব একটা স্বস্তি ফেরেনি বাজারে। এদিকে ইলিশের সরবরাহ বড়লেও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। 

এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বেগুন ৫০ টাকা,  ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, করলা ৮০, এবং  টমেটোর কেজি  ১২০ টাকা। 
বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম, তাই দাম বাড়তি। 

দেশি মসুর ডালের দামও বেড়েছে কেজিতে ১০টাকা। আর সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকা লিটার দরে।

তবে কমতে শুরু করেছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম। 

ব্রয়লার মুরগি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা করে যা এক সপ্তাহ আগে ছিলো ১৯০ থেকে ১৯৫ টাকা। 

কক মুরগির দামও প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকায় যা গত সপ্তাহে ছিলো ৩৫০ থেকে ৩৬০ টাকা করে। 

বাজারে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৬ টাকা করে যা গত সপ্তাহে ছিলো ৬৪ থেকে ৬৫ টাকা। এছাড়া, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকায়।

বিক্রেতা এবং আড়ত মালিকের অনেকেই বলছেন, অনেকটা কমে গেছে পেঁয়াজের দাম। তবে, ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজের দাম এখনো বাড়তিই আছে।

বাজারে কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। তবে চলতি মাসের শুরুতে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে ২০০ টাকা কেজি হয়েছিল।

এদিকে ইলিশের সরবাহ বাড়লেও দাম এখনো চড়া। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাশির মাংশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি