ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রার্থীরা ব্যস্ত গনসংযোগে, চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্ততি

প্রকাশিত : ১০:০৪, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১০:০৪, ২০ মার্চ ২০১৬

১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্ততি চলছে। প্রতিশ্র“তির ফুলঝুড়ি নিয়ে প্রার্থীরা ব্যস্ত গনসংযোগে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা ও প্রচারে বাধা দেয়ার ঘটনাও ঘটছে। তবে, সব ছাপিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনে নিজের মতো করে হিসেব-নিকেশ কষছেন ভোটাররা। ইউনিয়ন পরিষদে প্রথম দফা ভোট আর একদিন পরই। তাই শেষ দিনের প্রচার-প্রচারনায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়ার দৌঁড়। <ংঃৎড়হম>যশোরের মণিরামপুরে ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৬ প্রার্থী। সাধারণ সদস্য পদে ৫শ’ ৬৫ ও সংরক্ষিত মহিলা প্রার্থীর সংখ্যা ১শ’ ৪৪ জন। নাটোরে নির্বাচন হচ্ছে লালপুর ও বাগাতিপাড়ার ১১টি ইউনিয়নে। চেয়ারম্যান পদে ৪৭, সাধারণ সদস্য পদে ৪১৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৫ জন লড়ছেন। প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে পোষ্টার ছেঁড়া ও হামলার অভিযোগ করেছেন অনেক প্রার্থী। পিরোজপুরে প্রথম দফায় নির্বাচন হচ্ছে ৪০ ইউনিয়ন পরিষদে। এসব এলাকায় দিন-রাত চলছে প্রচার-প্রচারণা। জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের ভোটের প্রস্তুতি পুরোদমে। <ংঃৎড়হম>বাগেরহাটের মংলায় ৬ ইউনিয়নে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি। আওয়ামী লীগের প্রার্থীরা শতভাগ জয়ের আশা করলেও, বিএনপি ও সতন্ত্র প্রার্থীরা ভোট নিয়ে সংশয়ে। ইউপি নির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকাগুলোর ভোটাররাও এখন ব্যস্ত আলোচনায়। তারা বলছেন, দলীয় প্রতীক দেখে নয়, সৎ এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য ব্যক্তিকেই বিজয়ী করবেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি