ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জি.এম. কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ৫ নভেম্বর ২০২১

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা অসুস্থ বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তাঁর অবস্থা অপরিবর্তিত। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তাঁর।

বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করা হয়। রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে রয়েছেন ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

ফুসফুসের জটিলতায় গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় রওশন এরশাদকে। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

রওশন এরশাদের সুস্থতা কামনায় ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি