ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ৪ দফা দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ৬ নভেম্বর ২০২১ | আপডেট: ২১:৪২, ৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক পেশাজীবীদের ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। দাবিগুলো হলো-বঙ্গবন্ধু’র শিক্ষাদর্শন বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধ, পলিটেকনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকট, ক্লাসরুম ও ওয়ার্কসপ প্রতুলতা নিরসন, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভাতা বৃদ্ধি। শনিবার আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস  এর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইডিইবি।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি এ কে এম এ হামিদ।

সংবাদ সম্মেলনে সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠন ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধু’র শিক্ষাদর্শন ‘আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ বাস্তবায়নে অধিকতর মনোযোগীদ হবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ৪র্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে মানুষের জীবনমান ও কর্মধরন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যার প্রভাব দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও শাসন ব্যবস্থার ওপর পড়ছে। গতানুগতিক শিক্ষাদর্শন দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সরকারের সকল অঙ্গনে সমভাবে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বানও জানানো হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়-এ লক্ষ্য অর্জনে আধুনিক জ্ঞান, সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন, সামাজিক দায়বদ্ধতা ও আধুনিক শিক্ষা জ্ঞান ও সম্পদের সুসম বন্টন ছাড়া সম্প্রীতির জাতি গঠন সম্ভব নয়। আগামী ৮ই নভেম্বর আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠা দিবসে “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় উদযাপিত হবে। গৃহীত কর্মপরিকল্পনার মধ্যে ৮ নভেম্বর কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ১১টায় আইডিইবি ভবনে এবং সকল জেলায় র‌্যালিপূর্ব সমাবেশ, আলোচনা এবং ঢাকাসহ সকল জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, ৯-১৪ নভেম্বর প্রতিপাদ্যের আলোকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সেমিনার, আলোচনা এবং নবীন প্রবীণ সদস্য প্রকৌশলীদের সমাবেশ এবং ১৫ নভেম্বর ঢাকায় আইডিইবি ভবনে “সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা” বিষয়ক আলোচনা ও সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইদরীস আলী, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক কামরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, দপ্তর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, চাকরি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, গবেষণা ও আইসিটি সম্পাদক মোঃ শাজাহান কবীর, ঢাকা জেনিক সভাপতি মোঃ খবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ নেতৃবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি