ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেনাবাহিনী প্রধানের রংপুর সেনানিবাস পরিদর্শন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:০৯, ৮ নভেম্বর ২০২১

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সোমবার (৮ নভেম্বর)  রংপুর সেনানিবাস পরিদর্শন করেছেন।

সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া।

আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রংপুর সেনানিবাসের অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি