ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ১৮ নভেম্বর ২০২১

যুক্তরাজ্যের দক্ষিন এশিয়া, জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ বাণিজ্য, নিরাপত্তা, জলবায়ু এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ব্রিটেনের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছেন। 

বাংলাদেশে লর্ড আহমদের তিনদিনের সফর শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত বিশেষ প্রতিনিধি লর্ড আহমদ ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। 

ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বীন মোমেনের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। তিনি সুশীল সমাজ এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। লর্ড আহমদ পৃথক বৈঠকে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করেন। 

পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশে অর্থ স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। লর্ড আহমদ বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আইন কার্যকর করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। 

লর্ড আহমদ কপ২৬ এর ফলাফল এবং জলবায়ু সংক্রান্ত যুক্তরাজ্য- বাংলাদেশ সম্পর্ক জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন। বৈঠকগুলোতে লর্ড বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অংশীদারিত্ব জোরদারে সিভিল সোসাইটি, মিডিয়া এবং একাডেমির গুরুত্বপূর্ণ অবদান নিয়েও আলোচনা করেন।

তিনি বৈঠকগুলোতে তার দেশের ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস অধিক গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি আন্ত:ধর্মীয় আলোচনা বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস এবং লিঙ্গ সমতা বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি