ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২২ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:৪০, ২২ নভেম্বর ২০২১

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন সোমবার সকাল সোয়া ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, দ্বি-পাক্ষিক বিষয় ছাড়াও নাসিমের সফরকালে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য-শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া সফরকালে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 

ফয়সাল নাসিম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এর আগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

সূত্র : বাসস
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি