ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাস মালিক সমিতির নেতৃত্বে ফের রাঙ্গাঁ-এনায়েত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ২৫ নভেম্বর ২০২১ | আপডেট: ২৩:১৭, ২৫ নভেম্বর ২০২১

বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি পদে মসিউর রহমান রাঙ্গাঁ এবং মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ পুনর্নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে সারাদেশ থেকে পরিবহন মালিকদের ৭০০ প্রতিনিধি অংশ নেন। তারা আগামী দুই বছরের জন্য ১২১ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত করেন। মসিউর রহমান রাঙ্গাঁর সভাপতিত্বে এবং খন্দকার এনায়েতের পরিচালনায় প্রথম অধিবেশনে সাংগঠনিক আলোচনা হয়। দুই নেতা বাস মালিকদের বলেন, সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করতে হবে।

শিক্ষার্থীদের হাফ পাসের দাবির বিষয়ে খন্দকার এনায়েত বলেন, বেসরকারি খাতে অর্ধেক ভাড়া নেওয়ার বিধান নেই। বিআরটিসিতে হাফ পাসের নিয়ম রয়েছে।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি