ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাশিপের কমিটিতে স্থান পেলেন সাত নারী শিক্ষক নেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

স্বাশিপের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে প্রেসিডিয়াম ও সম্পাদক মন্ডলিতে স্থান পেয়েছেন সাত জন নারী শিক্ষক নেত্রী।

স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনিবার্হী সংসদের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী মিসেস মেহেরুন্নেছা, মহিলা সম্পাদিকা-ঢাকার  নজরুল শিক্ষালয়ের প্রধান শিক্ষয়িত্রী আকলিমা জাহান, সেমিনার সম্পাদক হয়েছেন- ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলারা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, গবেষণা সম্পাদক হয়েছেন- কুষ্টিয়া ঝাউদিয়া কলেজের অধ্যক্ষ নুরজাহান শারমীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক হলেন ঢাকা অগ্রনী হাইস্কুলের সঙ্গীতা বিশ্বাস।         

এ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সহকারী অধ্যাপক সেরীনা বিথী। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, ২০২১ ইং অনুষ্ঠিত হয় স্বাধীনতা শিক্ষক পরিষদের জাতীয় কাউন্সিল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি