ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘জাওয়াদ’।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেন, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। 

এর প্রভাবে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। আর এই নিম্নচাপ ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।

ভারতের ওড়িশা উপকূলের দিকে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আর এর প্রভাব পড়তে পারে খুলনা–সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায়। 

এবারে ঘূর্ণিঝড়টির নাম 'জাওয়াদ', সৌদি আরবের আবহাওয়াবিদদের দেওয়া।

এদিকে গেলো চার দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি