ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪২ যাত্রী নিয়ে শাহ আমানতে জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৮:১০, ২ ডিসেম্বর ২০২১

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমান বন্দরের ফায়ার সার্ভিসের ইনচার্জ ওমর শরীফ।

তিনি বলেন, 'ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমরা যাত্রীদের নামাচ্ছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। এ ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি। ল্যান্ড করার সময় বিমানের পেছনের চাকা ফেটে গেছে। সামনের গিয়ার কাজ করেনি। তবে, নিরাপদে সেটি অবতরণ করেছে।'

তিনি আরও জানান, ফ্লাইটিতে ৪২ জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে রাত পৌনে ৯টার দিকে এটি চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

ফায়ার সার্ভিস, বাংলাদেশে বিমান বাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি