ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ হাসান
প্রকাশিত : ১৩:১৩, ৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৪:৪৮, ৭ ডিসেম্বর ২০২১
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইমেইল করে নিজের দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পদত্যাগের জন্য মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন।
গিয়াস জানান, মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে ইমেইলে প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র আসে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মুরাদ হাসান চট্টগ্রামে অবস্থান করায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে তার পদত্যাগপত্র ইমেলের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
এর আগে সোমবার অশালীন, শিষ্টাচারবর্জিত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/
আরও পড়ুন