ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঢাকা পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৪৯, ১৫ ডিসেম্বর ২০২১

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ। রাষ্ট্রপতি হিসেবে এটি  তাঁর প্রথম বাংলাদেশ সফর।

বুধবার বেলা এগারটার কিছু পরে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

এবারই বাংলাদেশে প্রথম সফর করছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি। 

১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকবেন রামনাথ কবিন্দ। 

তিনদিন সফর শেষে আগামী ১৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি। 

জানা গেছে, রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতের ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি