ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহামারীর পরেও দ্রুত এগোচ্ছে বাংলাদেশের অর্থনীতি: আইএমএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৯ ডিসেম্বর ২০২১

বছর দুয়েকের করোনা ধাক্কার পরেও সরকারের দ্রুত ও সময়োচিত পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। যা  প্রতিবেশী দেশগুলোর তুলনাতেও বেশি দ্রুত বলে মনে করছে সংস্থাটি। 

‘আইএমএ ফ’ বলছে, সংক্রমণের হার কমে আসায় এবং সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের ‘জিডিপি’ ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে সংস্থটির একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।

এই সফরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় তাদের এই পর্যবেক্ষণ তুলে ধরা হয় বলে জানানো হয়েছে আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।    

করোনা মহামারীর প্রথম ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৫১ শতাংশে, যা তিন দশকের মধ্যে সবচেয়ে কম।

এরপর ২০২০-২১ অর্থবছরে ৫ দশমিক ৪৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হওয়ার তত্য দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

এই অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে। তবে বিশ্ব ব্যাংকের হিসাবে এবার বাংলাদেশ ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে। আর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এদিকে লক্ষ্য পূরণ না হলেও প্রবৃদ্ধি লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারবে এবং এটিও বড় অর্জন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

এদিকে বাংলাদেশের অর্থনীতি এই গতিপথ ধরে রাখতে পারলে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে আইএমএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে।

তবে সার্বিক বিবেচনায় সামনের দিনগুলোতে যে বেশ কিছু অনিশ্চয়তা ও ঝুঁকি রয়েছে, তাও জানিয়েছে আইএমএফ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি