ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিয়োগ চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৯ ডিসেম্বর ২০২১

পিটার ডি. হাসকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ নভেম্বর) মার্কিন কংগ্রেস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

পিটার ডি. হাস এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন। মিলার ২০১৮ সালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি