ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলে হাড়কাঁপানো শীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৩, ২৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

তীব্র শীত পড়েছে দিনাজপুরসহ উত্তরাঞ্চলজুড়েই। শীতের এ তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

হিলিতে সকালবেলা শীত বেশি পড়ছে। দুপুরে একটু গরম হলেও বিকেল থেকে আবার শীতের প্রকোপ বেড়ে যায়। এই অবস্থায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে স্থানীয়দের।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৭ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। সকাল ৯ টায় চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা হবে।

তিনি আরও জানান, চলতি মাসের একেবারেই শেষের দিকে (২৯ তারিখ বা এর আশে পাশে) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২ থেকে ১ স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে নতুন করে ১টি শৈত্যপ্রবাহ দেশের কিছু স্থানে বিরাজ করতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি