ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার ভাই শামীম ইস্কান্দারের করা আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। সেখান থেকে পরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।

আবেদনের বিষয়ে কী মতামত দিয়েছেন জানতে চাইলেও তা প্রকাশ করেননি আইনমন্ত্রী। তবে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কোনো সুযোগ নেই। আইনের যেভাবে বলা আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।

কয়েকবার প্রত্যাখ্যানের পরও হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত ১১ নভেম্বর তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। একই দাবিতে বিএনপির পক্ষ থেকে রাজপথে নানা কর্মসূচিও অব্যাহত রয়েছে।

৭৭ বছর বয়সী গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তাকে চিকিৎসাসেবা দিচ্ছে। লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায়ও ভুগছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি