ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেসরকারি শিক্ষক সমিতির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৩০ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানী ঢাকার আইডিইবি ভবনের হল রুমে এ সভা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নাজমুল হাসান কলিমুল্লাহ, শামিম হোসেন লেবু ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সাজু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিব কবির পাপ্পুরাজ। আনুষ্ঠানে সারাদেশের প্রায় পাঁচ শতাধিক বে-সরকারি শিক্ষক সমিতির শিক্ষক অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এর স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি