ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভাড়া কমাল বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বিমানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 

এতে বলা হয়, আগামী ১৬ জানুয়ারি থেকে মধ্য প্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকেট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে। তবে বরাবরের ন্যায় ভাড়ার নিম্ন স্তরসমূহ চালু থাকবে।

ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪শ’ ৫৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮শ’২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭শ’৫৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে। ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫শ’৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭শ’ ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫শ’৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।      

উল্লেখ্য, প্রতিটি টিকেটের সাথে ৭ হাজার ৬শ’ ৪৪ থেকে ৯ হাজার ৬শ’৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে।  

বিমানের যাত্রীরা বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি