ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধান্তের অপেক্ষায় নাসিক নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৩৩, ১১ জানুয়ারি ২০২২

দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এরই মধ্যে করোনার সংক্রমণ বাড়ায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন যথাসময়ে হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর তাই নাসিক নির্বাচন নিয়ে আলোচনায় বসছে নির্বাচন কমিশন।

১১ দফা নির্দেশনায় বলা হয়েছে, উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। অন্যদিকে নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১৪ জানুয়ারি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমবার দেবনাথ বলেন, “সরকার ঘোষিত বিধিনিষেধের বিষয়টি মঙ্গলবার কমিশনে উত্থাপন করা হবে। এ বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”

কমিশনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতির বিশেষ ব্যতিক্রম না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ ঘোষিত নির্বাচনগুলো শেষ করতে চায় সরকার।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি