ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু আক্রান্ত আরও ৩ রোগী হাসপাতালে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১১ জানুয়ারি ২০২২

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ৩ জনই ঢাকার বাসিন্দা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৬ জন রোগী ভর্তি আছেন।

এ নিয়ে নতুন বছরের জানুয়ারি মাসে দেশে ৭৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। কেউ মারা যাননি।

গত বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি