ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাসিক নির্বাচন সুষ্ঠু করতে ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ১২ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:১৪, ১২ জানুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।

তিনি বলেন, 'প্রার্থীরা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়াননি। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।'

তিনি আজ নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যারা রাজনীতি করেন, তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন। আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোনো সুবিধা হয়, হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথল্য নেই।’

করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে সিইসি বলেন, 'এখন নির্বাচনী সভা-সমাবেশ বন্ধের সুযোগ নেই। তবে বড় ধরনের কোনো নির্দেশনা আসলে বিষয়টি অবশ্যই দেখা হবে। পাশাপাশি ভোটের দিন সব কেন্দ্রে ভোটার এবং এ কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে এজন্য তাকে আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি।'

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি