ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাসিক নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৪৮, ১৬ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং এ নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইভিএমের কারণে ভোট দানে ধীরগতি সম্পর্কে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মক ভোটিং এর ব্যবস্থা করেছিলাম। কিন্তু সাড়া কম পাওয়ায় কেন্দ্রের লাইনে তাদের বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে।’

ইসি সচিব বলেন, ‘সব নির্বাচন এলাকাতে ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া যে ৫টি পৌরসভায় ভোট হয়েছে সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইসি তার কন্ট্রোল রুমের মাধ্যমে সবগুলো ভোট পর্যবেক্ষণ করেছে।এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। টাঙ্গাইল-৭ আসনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৫টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি