ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে দেশের ১২ জেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ১৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৩৯, ১৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২ জেলা করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে এবং ৩২ জেলা মধ্যম ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে।

উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- ঢাকা চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙ্গামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়। 

মধ্যম ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারের ভিত্তিতে ঝুঁকি চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

দেশের ৬৪ জেলার মধ্যে অধিকতর গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার) ৩০-৩৯ শতাংশ, গাঢ় লাল ২০- ২৯ শতাংশ, লাল তালিকায় ১০- ১৯, কমলা ৫-১০ শতাংশের নীচে এবং সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে ৫ শতাংশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি