ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা পর্যটকের পদভারে মুখর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০১, ২৯ জুন ২০১৭

ঈদের ছুটিতে লাখো পর্যটকের পদভারে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা।
সৈকতের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন মেরিন ড্রাইভ, হিমছড়ি ও ইনানী সহ বিভিন্ন স্পটে। সৈকতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। শনিবার পর্যন্ত পর্যটকদের এই ভীড় থাকবে বলে জানিয়েছেন ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। পর্যটকদের নিরাপত্তায় সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি