ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ৩১ জানুয়ারি ২০২২

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার স্ত্রী সেলিনা মোমেনও এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’’

এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি আরো একবার করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার কোভিড শনাক্ত হয়। তারা সবাই এখন  মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীরও পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এসেছে।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি