ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার টিকা নেয়নি অর্ধেক পরিবহন শ্রমিক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ৩১ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:২২, ৩১ জানুয়ারি ২০২২

দেশের প্রায় অর্ধেক পরিবহন শ্রমিকরা এখনো আসেনি করোনার টিকার আওতায়। অনেকেই জানেনা কিভাবে নিবন্ধন করতে হয়। মহামারি থেকে পরিবহণ শ্রমিকদের সুরক্ষা দিতে টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অনলাইন টিকেটিং প্লাটফর্ম  ‘সহজ’। 

রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের করোনার টিকা নিবন্ধন চলছে। অনলাইন টিকেটিং প্লাটফর্ম  ‘সহজ’ এর ‘সুরক্ষার পথে বাংলাদেশ’ নামের এই  কর্মসূচীতে বাস চালক ও সহকারিদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে আসলেই এই সুবিধা নিতে পারবেন।

‘সহজ’ এর পাবলিক রিলেশন অফিসার ফারহাত আহমেদ বলেন, “  অনেকের স্মার্টফোন নেই, অনেকে কীভাবে করতে হয় এটা জানে না। ওয়েবসাইটে গিয়ে যে এটা করতে হয় কিংবা এনআইডি সাথে নিতে হয় এগুলো জানেন না অনেকে। মোবাইলে একটা ওটিপি আসবে, এই যে পুরো প্রসেসটা এটা সম্পর্কে অনেকেই জানেন না।“ 

অনেক পরিবহন শ্রমিকই জানেননা অনলাইনে কিভাবে নিবন্ধন করতে হয় তাই এই ব্যবস্থায় তাদের মধ্যে স্বস্থি।

নিবন্ধন করতে আসা শ্রমিকরা বলেন, “সহজে অনেক সহজ করে দিয়েছে এই কাজটি।“ 

আরেকজন শ্রমিক জানান, “আগে বাড়িতে ছিলাম তাই করতে পারিনাই। এখন করতে পারছি।“ 

অন্যান্য জায়গায় চেষ্টা করেও এত সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারেন নি বলেও জানান শ্রমিকরা। 

এই উদ্যোগে পরিবহণ শ্রমিকরা খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবে বলে আশাবাদি অনলাইন টিকেটিং প্লাটফর্ম  সহজ ।
 
এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি