ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পার্বত্য অঞ্চলে ষড়যন্ত্র কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য চট্রগামে মাঝেমধ্যে সন্ত্রাসী ঘটনা ঘটছে। এর মধ্যে অনেক ষড়যন্ত্র কাজ করছে।

শনিবার মানিক মিয়া এভিউনিয়ের রাজধানী স্কুলে স্বরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার দোরই স্বামী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে সেনা সদস্য নিহতের পর সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশও কাজ করছে। এছাড়া র‌্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি ভুল তথ্যের কারণে হয়েছে, মন্তব্য করেন তিনি। 

লবিস্ট নিয়োগের নামে কারা বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরি তাদেরকে সামনে আনা হবে বলেও জানান মন্ত্রী। 

এদিকে, পূজা পরিদর্শনে গিয়ে ভারতীয় হাইকমিশনার দোরই স্বামী বলেন, বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই এগিয়ে গেছে। দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি