ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঈদের ছুটি শেষ হলেও পর্যটন এলাকা ও বিনোদন কেন্দ্রে ভিড় কমেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১২:৪৮, ৩০ জুন ২০১৭

ঈদের ছুটি শেষ হলেও দেশের বিভিন্ন পর্যটন এলাকা ও বিনোদন কেন্দ্রে ভিড় কমেনি। রংপুর চিড়িয়াখানা, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ইকো পার্ক, পূর্ব পাড়ে যমুনা রিসোর্ট এবং নওগাঁ ও চুয়াডাঙ্গার পার্ক আর বিনোদন কেন্দ্রগুলোতে এখনও উৎসবের আমেজ।
বিভাগীয় শহর রংপুরে রয়েছে সরকারি চিড়িয়াখানা। এখানে পশু-পাখি ও নানা প্রজাতির জীবজন্তু ছাড়াও বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধনের রাইড। ঈদের সময় রংপুর ছাড়াও আশপাশের অনেক জেলা থেকে এখানে ছুটে আসছেন দর্শণার্থীরা। এছাড়া, নগরীর অন্যান্য পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতেও ভীড় করছেন বিনোদনপ্রেমিরা।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ছায়া সুনিবিড় ইকো পার্ক ও পূর্বপাড়ের যমুনা রিসোর্টে দর্শণার্থীদের এখন উপচেপড়া ভীড়। যমুনার বিশাল জলরাশিতে অনেকেই নৌকায় চড়ে উল্লাস করছেন।
নওগাঁয় শিশুদের সাথে ঈদের আনন্দে মেতেছেন বড়রাও। শহরের ডানা পার্ক, আব্দুল জলিল শিশু পার্ক, বাইপাস সড়ক, শখের পল্লী, ফারিস্তা পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে সকাল-সন্ধ্যা ভীড় করছে নানা বয়সের মানুষ।
চুয়াডাঙ্গায় ঈদের পর দিন থেকে ভীড় বেড়েছে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি