ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩ কোটি টাকায় নিলামে বিক্রি হল ইভ্যালির গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ১০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বন্ধ হয়ে যাওয়া বিতর্কিত ইভ্যালির সাতটি গাড়ি নিলামে বিক্রি করে প্রায় তিন কোটি টাকা পাওয়া গেছে। 

এই টাকা ইভ্যালির গ্রাহকদের পাওনা পরিশোধে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন ইকমার্স প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

ইভ্যালিতে হাই কোর্টের গঠন করে দেওয়া পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার গাড়িগুলো নিলামে তুলেছিল।

নিলামের তালিকায় ছিল একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস।

এসব গাড়ির মোট ন্যূনতম মূল্য ঘোষণা করা হয়েছিল ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। নিলামে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা উঠেছে গাড়িগুলোর দাম।

যদিও ইকমার্স প্রতিষ্ঠানটির কাছে পণ্য সরবরাহকারী ও কয়েক লাখ ক্রেতার পাওনা রয়েছে পাঁচশ কোটি টাকারও বেশি।

নিলামে রেঞ্জ রোভার গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়, টয়োটা প্রায়াসটি ১৭ লাখ ৩০ হাজার টাকায়, টয়োটা সিএইচআরটি ৩০ লাখ ৮০ হাজার টাকায়, টয়োটা এক্সিওটি ১৫ লাখ ৩৫ হাজার টাকায়, অন্য এক্সিওটি ১৫ লাখ টাকায়, হোন্ডা ভেজেলটি ১৭ লাখ ৬০ হাজার টাকায় এবং টয়োটা মাইক্রোবাসটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

ইভ্যালির আরও কিছু গাড়ির সন্ধান পাওয়া গেছে, সেগুলো পাওয়া গেলে সেগুলোও নিলামে তোলা হতে পারে বলে জানিয়েছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি