ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির সফল নারী উদ্যোক্তা লেকি চাকমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১২:৫৬, ৩০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

লেকি চাকমা খাগড়াছড়ির সফল নারী উদ্যোক্তা। নানা ডিজাইনের থ্রিপিস, শাড়ি, ফতুয়া আর পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী পিনন-খাদি তৈরী করে এরই মধ্যে সুনাম অর্জন করেছেন তিনি। ভিন্নতার কারণে তার পোষাক ও নানা ধরনের হস্তশিল্প স্থানীয় বাজার ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও ।
নানান রঙ আর নান্দনিক ডিজাইন দৃষ্টি কাড়ে ক্রেতাদের। ফলে ছড়িয়ে পড়ে লেকি চাকমার নাম। দৃষ্টি নন্দন ফ্যাশন শৈলীর কারণে তাঁর ব্লক-বুটিক ও নকশা‘র জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ বিদেশেও। পোষাকের অর্ডার আসে সুদূর ভারত, শ্রীলংকা থেকেও। জিতেছেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার।
ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনের প্রতি ছিলো দূর্বলতা লেকি‘র। জানান ঢাকায় গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়ে ২০১১ সালে ছোট্ট পরিসরে শুরু করেছিলেন ব্যবসা। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
বর্তমানে ব্লক বুটিকের প্রশিক্ষক হিসেবে বিসিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন লেকি।
তার কাছে কাজ শিখে এখন অনেকেই হয়েছেন স্বাবলম্বী।
পাহাড়ের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে জানান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।
লেকি চাকমা স্বপ্ন দেখেন আগামীতে তার প্রতিষ্ঠান ‘নিউজিল্যান্ড ফ্যাশন এন্ড বুটিক হাউজ’ আরও বড় হবে। হাজারও মেয়ে এখানে কাজ করে স্বাবলম্বী হবে। সারাবিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সুনাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি