ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২২

নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য নামের প্রস্তাব চূড়ান্ত করতে পঞ্চম বৈঠকে বসেছে সার্চ কমিটি। দশ জনের নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য এ কমিটির হাতে সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

শনিবার বেলা সোয়া ১১টা পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির এই বৈঠক শুরু হয়। 

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য হাই কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনও উপস্থিত আছেন।

সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

রাষ্ট্রপতি এই সার্চ কমিটি করে দেওয়ার পর সদস্যরা এর আগে নিজেদের মধ্যে চার দফা বৈঠক করেছেন, আর বিশিষ্টজনদের নিয়ে বসেছেন তিন দফা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় সোয়া তিনশ নামের প্রস্তাবও পেয়েছে এ কমিটি, যা নিয়ে গত বুধবার সর্বশেষ বৈঠক হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি