ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২২

রাজধানী ঢাকায় চলতি সপ্তাহের শেষে আবারও বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্রও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এর আগে রোববার বিকেলে রাজধানীর সর্বত্র গুড়গুড়ি বৃষ্টি শুরু হয়, সন্ধ্যা গড়িয়ে রাত হলে বৃষ্টির বেগ মাঝেমধ্যে বেড়ে যায়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর বলেছে, আগামী বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তা হবে হালকা। এর ফলে তাপমাত্রার তারতম্যে হেরফের তেমন হবে না। এ মাসে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি