ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

তিস্তার পানি বণ্টন সমাধানে ভারতের প্রতি আহ্বান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২২

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন চলছে সেটি সমাধানে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্যারিসে ‘ইউরোপীয় ইউনিয়ন মিনিস্ট্রিয়াল ফোরাম অন কোঅপারেশন উইথ দি ইন্দো-প্যাসিফিক’ অনুষ্ঠানের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্করের কাছে এ আহ্বান জানান। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের নীতিগত অবস্থানকে তুলে ধরে বাংলাদেশকে আশ্বস্ত করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। দুই মন্ত্রী কুশিয়ারা নদী নিয়েও আলোচনা করেন। ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গার মতো মানবিক সংকটের সঙ্গে যুক্ত থাকার আহ্বানও জানান।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিটির (জেসিসি) পরবর্তী বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সমাপ্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মুজিববর্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশে সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে বলে মন্তব্য করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ৬ ডিসেম্বর ‘বন্ধুত্ব দিবস’ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত অনুষ্ঠানগুলোর কথাও স্মরণ করেন দুই মন্ত্রী।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি