নির্বাচন সুষ্ঠু করতে ১ লাখ ৮০ হাজার নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন জানিয়েছেন পুলিশের আইজি
প্রকাশিত : ১৪:৪০, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪৯, ২০ মার্চ ২০১৬
ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ১ লাখ ৮০ হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে। আর প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২০ জন করে সদস্য থাকবেন বলে জানিয়েছেন পুলিশের আইজি শহীদুল হক। এদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করা করবে বিজিবি।
৬ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ মঙ্গলবার। আইনশৃঙ্খলাবাহিনীর প্রস্তুতি জানাতে রোববার পুলিশ সদর দপ্তরে এই ব্রিফিং।
উপস্থিত ছিলেন র্যাব, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসারবাহিনীর প্রতিনিধিরা।
দলীয় মনোনয়ন ও প্রতীকে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর হবে বলে আশা করছেন আইজিপি।
নির্বাচনকে কেন্দ্র করে ২০৮টির মতো সহিংস ঘটনায় ৭ জন নিহত ও ৫ শ’রও বেশি মানুষ আহত হয়েছেন। তবে এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হয়ে দাড়াবে না বলে আশা করছেন আইজিপি।
এদিকে কোনো প্রার্থীকে জেতাতে নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন, সংস্থাটির মহাপরিচালক। পিলখানায় বিজিবির কৃতি খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন