ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

চাপ ছাড়াই কাজ করার প্রতিশ্রুতি সিইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১ মার্চ ২০২২

কোনো প্রকার রাজনৈতিক চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে, নতুন কমিশনের অধীনে নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে বলে জানান সিইসি।

মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে সমঝোতা আলোচনায় বসবে কমিশন। এ বিষয়ে পরিকল্পনা চলছে, যথাসময়ে সেটা জানানো হবে।”

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়ার বলেন, “দায়িত্বে চাপ আছে, তবে রাজনৈতিক কোনো চাপ নেই।”

এর আগে চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা।

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি