ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ১ মার্চ ২০২২ | আপডেট: ২১:১২, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন। 

তিনি অতি সম্প্রতি অর্থনীতি ও ব্যবসা বিষয়ক মার্কিন ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্রে আজ এ খবর জানা গেছে। 

পিটার হাস অর্থনীতি বিষয়ক ব্যুরোতে মুখ্য উপসহকারি সচিব ছিলেন। এরপর তিনি বাণিজ্য নীতি ও মধ্যস্থতা বিষয়ক উপসহকারি সচিবের দায়িত্ব পালন করেন। 

হাস মার্কিন মিশনে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক সংস্থায় (ওইসিডি) চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং উপ-স্থায়ী প্রতিনিধি, ভারতের মুম্বাইয়ে এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসে মার্কিন কাউন্সিলর জেনারেল পদেও দায়িত্ব পালন করেন। 

তিনি ইলিনোইস ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজ এন্ড জার্মান বিষয়ে ব্যাচলর ডিগ্রি লাভ করেন। 

তিনি একজন মার্শাল স্কলার হিসাবে লন্ডন ইকোনমিকস স্কুল থেকে পলিটিকস অব ওয়াল্ড ইকোনমি এবং কম্প্যারেটিভ গর্ভমেন্ট উভয় বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি