ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৩:২৭, ৬ মার্চ ২০২২

দেশের বাজারে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

জনস্বার্থে তিন আইনজীবীর করা রিটে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। 

আইনজীবী সৈয়দ মহিদুল কবির তিন আইনজীবীর পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদি করা হয়েছে।

এর আগে ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ঠিক করেছিল হাইকোর্ট। 
এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার পরামর্শ দিয়েছিল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

আইনজীবী সৈয়দ মাহমুদুল কবির বলেন, আদালতের পরামর্শে রিটটি করা হয়েছে।

এএইচএস/এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি