ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নির্বাচ‌ন নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না: সিইসি

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৮, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৬:২৩, ৬ মার্চ ২০২২

সকল দলের অংশগ্রহনে নির্বাচ‌ন নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরো সময় দিতে হবে। নির্বাচ‌ন নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারব।’’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘‘বাংলাদে‌শকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে প্রতিষ্ঠা লাভ করেছে তার নেতৃত্ব দিয়ে‌ছিলেন জাতির পিতা। ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে মু‌ক্তিযুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর আমরা প‌রিপূর্ণ বিজয় অর্জন ক‌রি।’’

এ সময় নবনিযুক্ত র্নির্বাচন কমিশনার, সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি