ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কৃষি উন্নয়নে বিনিয়োগ করতে চায় এফএও: কৃষিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক।

বুধবার সকালে সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও’র মহাপরিচালক ছি দংয়ি’র নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ইউক্রেন ইস্যুর প্রভাব বাংলাদেশের খাদ্যের উপর কিছুটা হলেও পড়বে। তবে সেক্ষেত্রে খাদ্য সংকট হবে না। এখন চাহিদার তুলনায় সব ধরণের খাদ্য সামগ্রীর মজুদ বেশিই আছে বলে জানান তিনি। 

মার্চ-এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। তখন সমস্যা আরও কেটে যাবে এবং ইউক্রেন ইস্যুর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান কৃষিমন্ত্রী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি