ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নারী দিবস উদযাপন করলো একুশে টেলিভিশন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৯ মার্চ ২০২২ | আপডেট: ১৬:১১, ৯ মার্চ ২০২২

বরাবরের মতোই নিজস্ব আঙিনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো একুশে টেলিভিশন। বর্ণিল আয়োজনে উঠে এসেছে সফল নারীর অর্জনের নেপথ্যের গল্প-সংগ্রামী পথচলার অভিজ্ঞতা।

প্রতিটি নারীই সুপারস্টার। হোক পরিবারে কিংবা কর্মস্থলে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কন্ঠে ছিলো এমনই বক্তব্য। 

তাদের একজন বলেন, ‘‘আমাদের সুযোগ দিতে হবে। সুযোগ দিলে আমরা নারীরা দেখিয়ে দিবো যে, আমরা সবই পারি। আমরা যেমন সংসার সামলাতে পারি, আমরা তেমন বাইরের জগৎও সামলাতে পারি।’’

আরেকজন বলেন, ‘‘আমি মনে করি প্রত্যেক দিনই আমাদের দিন। তবুও একটি দিন আলাদা করে আমাদের জন্য হওয়া উচিত।’’

সফল নারীর পদচারণায় মুখর যখন একুশে টেলিভিশনের আঙিনা, তখন পাশে কেউ না থাকার ভয়কে জয় করে সাফল্যের পথে এগিয়ে চলার কথা বলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আবন্তী শিঁথি। 

তিনি বলেন, ‘‘আমার মনে হয় নারী সবই পারে। শুধু তার ভেতরে যেই সুপ্ত  বাসনাটা রয়েছে সেটাকে জাগ্রত করার জন্য একটা গতি দরকার।’’

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই শ্লোগান নিয়ে উদযাপিত নারী দিবসে শৃঙ্খল ভেঙে স্বমহিমায় সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন অনুষ্ঠানে উপস্থিত পুলিশের এআইজি মাহফুজা আক্তার।

তিনি বলেন, ‘‘আমি চিন্তা করতাম পুলিশের এই পেশায় যদি ছেলেরা আসতে পারে, তাহলে আমরা নারীরা নই কন? আমার সবসময় মনে হতো অবশ্যই আমি পারবো। কখনই মনে হতো না আমি ছেলেদের থেকে কম মেধাবী বা শক্তিতে কম।’’

তার মত করেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, ‘‘ সমাজে পুরুষতান্ত্রিক যে একটা মানসিকতা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মানবাধিকারের জায়গা থেকে নারীরাও যে মানুষ এটা ভাবতে হবে। যেদিন নারী-পুরুষ দুজন নিজেদের সমান ভাবতে পারবে, তখন আর এমন আলাদা করে নারী দিবস পালন করতে হবে না। আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম।’’

সমতায় সমাজ সচল,ক্ষমতায়নে দুর্বার অগ্রযাত্রা। তাই পার্থক্য তুলে নারীকে অবহেলার সুযোগ নেই বলে জানিয়েছেন একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়।  

তিনি বলেন, ‘‘দেশের স্বাধীনতা না থাকলে আজ নারীদের অধিকার নিয়ে আমাদের কথা বলা সম্ভব হতো না।’’

সহযাত্রীর অনুপ্রেরণা কখনো সাহস যোগায়, কখনো কুসংস্কারে পিছুটান। তবুও নিজের যোগ্যতায় সাফল্যের দাবীদার নারী নিজেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘‘নিজেকে কখনও মেয়ে মানুষ ভাবলে চলবে না, নিজেকে মানুষ ভাবতে হবে। সেটা পারিবারিক জীবনে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক, সবখানেই তা ভাবতে হবে। এটা যদি ভাবতে পারি তাহলে অন্ধকার থেকে আলোকবর্তিকায় অপ্রতিরোধ্য গতি নিয়ে এগিয়ে যাওয়ায় কোনও সমস্যা হবে না।’’

অনুষ্ঠান শেষে অতিথিদের সবাইকে একুশে টেলিভিশনের নারী কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কাটেন। 

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি