ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাঠকের পদচারণায় বাড়ছে বইয়ের বিক্রি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৯ মার্চ ২০২২ | আপডেট: ২১:৫৮, ৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মাঝ বসন্তে প্রকৃতির উষ্ণতার মাঝে প্রাণের বই মেলায় ভিড় বেড়েছে। কর্মদিবসে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির পর নগরবাসী ছুটে আসছেন মেলায়। প্রচলিত বইয়ের স্টলের পাশাপাশি আছে বেশকিছু সেবা প্রদানকারী সংস্থার স্টল। পাওয়া যাচ্ছে জনসচেতনতামুলক বিভিন্ন বই।  

করোনার প্রভাব কাটিয়ে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাস শেষ করে শিক্ষার্থীরা আসছেন মেলায়। কর্মব্যস্ততা শেষে আসছেন কর্মজীবীরাও। 

গোধূলী লগ্নে প্রকাশ পায় বই মেলার প্রকৃত রূপ। প্রতিদিনই আসছে নতুন বই, আসছে পুরোনো বইয়ের নতুন সংস্করণ। পাঠকের পদচারণায় সময়ের সাথে বাড়ছে বইয়ের বিক্রি। বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা।

 

প্রচলিত বইয়ের পাশাপাশি বই মেলায় আছে ফায়ার সার্ভিস, র‌্যাবসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল। সেখানে পাঠকরা সংগ্রহ করছেন প্রয়োজনীয় বই।

বাংলা একাডেমী কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি মেনে চলার ডাকে সাড়া দিয়েছে মেলায় আগতরা। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে ডেটল ও হারপিক।

জ্ঞানের বিকাশ, নতুন বই আর সুন্দর কিছু মুহুর্ত উদযাপন করতে এই মূহর্তে বইমেলা হয়ে উঠেছে বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র।

কেআই//


 
   

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি